এলাকার দাপুটে নেতা তার দলবল নিয়ে, এ কি কাণ্ড ঘটাতে এলো বিজেপি কর্মীর বাড়িতে? দেখুন, উত্তপ্ত আবারো নদীয়া….

মলয় দে নদীয়া :- তবে কি রাজ্য রাজনীতিতে এবার, তৃণমূলের হাল বেহাল বলেই, এমন ঘটনা?সামান্য বিজেপি করার অপরাধে, তার দলবল নিয়ে এসে কেন প্রাণী মেরে ফেলার চেষ্টা করল এই বিজেপি কর্মীকে?দেখুন, নদীয়ার যে ঘটনাটি ঘিরে রাজ্য রাজনীতি আবারও হয়ে গেল গরম…সূত্রের খবর,গতকাল সন্ধ্যায় কৃষ্ণনগরে বিজেপির জেলা কার্যালয়ে একটি দলীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন,বিশ্বজিৎ মাঝি বয়স আনুমানিক ৩৪ বছর বাবা মৃত রামবাবু মাঝি, বাড়ি কোতোয়ালি থানার অন্তর্গত বেলেডাঙ্গা বিনয় পল্লী এলাকায়।

জানাযায়, বিশ্বজিৎ মাঝি যখন বাড়ি যাচ্ছিলেন তখন কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন গরুর হাটের কাছে,ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের ১৭৭নম্বর বুথের তৃণমূলের সদস্য সুবোধ দাস এবং তার দলবল বিশ্বজিৎ মাঝির উপর আক্রমণ করে, তাকে বেধড়কভাবে মারধর করা হয়। তবে ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় রা তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে সেখানে তার চিকিৎসা শুরু হয়।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে যান কৃষ্ণনগর উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস, এবং তিনি জানান শুধুমাত্র বিজেপি করার জন্যই এই ঘটনা। তবে যেভাবে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে তা খুবই দুঃখজনক এবং এর পেছনে রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার দলবল ঘটনা শুনা মাত্রই কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং তিনি আহত ব্যক্তিকে দেখতে শক্তিনগর জেলা হাসপাতালে আসেন বলেই জানান অর্জুন বাবু।