সংকল্প দে বীরভূম :- না প্রথমে হয়তো দেখলে আপনার মনে হতেই পারে / এ কোনো জলের জার…তবে জঙ্গলে পড়ে থাকা এই অজানা জিনিসের সামনে এগোতেই, যেভাবে সকলের চক্ষু চরক গাছ হলো, তা দেখলে হয়তো আপনিও চমকে উঠবেন….
গোপন সূত্র মারফত খবর পেয়ে আবগারি পুলিশ হানা দেয় ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত লোকপাড়ার মুদিপাড়া এলাকায় আর সেই গ্রামে একটি জঙ্গল থেকে প্রায় দুই হাজার লিটার মদ তৈরি করার কাঁচামাল ও 30 লিটার অবৈধ চুলায় মদ উদ্ধার করে সেগুলিকে নষ্ট করে দিল আবগারি পুলিশ।
উল্লেখ্য গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকাল ন’টা নাগাদ ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত লোকপারার মুদিপাড়া গ্রামে হানা দেয় আবগারি পুলিশ আর সেখানেই ২ হাজার লিটার চোলাই মদ তৈরি করার কাঁচামাল উদ্ধার করে আবগারি পুলিশ, পাশাপাশি প্রায় ৩০ লিটার অবৈধ চুলায় মদ উদ্ধার করে সেগুলিকে শনিবার বেলা বারোটা নাগাদ নষ্ট করে দিল আবগারি পুলিশ । যদিও এই ঘটনায় কে বা কারা যুক্ত সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়।