সংকল্প দে বক্রেশ্বর :- কার্যত, আর কোনো মৌমিতার সাথে আর যেন এমন ঘটনা না ঘটে সেই কারণেই / এবার এলাকার মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে / পথে নামল পাড়ার একটি ক্লাব….কিন্তু শুধু তাই নয়, ক্লাবের হাট থেকে আসি সকলেই দেখুন পথে নেমে বক্রেশ্বরে কি ঘটে গেল..আর জি কর কান্ডের এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিদ্বজ্জনেরা। একাধিক অভিনেতা থেকে পরিচালক, পাশে দাঁড়ালেন নির্যাতিতার।আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় সরব বিদ্বজ্জনরা।
নিরাপত্তা এবং সঠিক বিচারের দাবি সকলের । ‘আর জি কর মেডিক্যাল কলেজ, বিচার চাই’ লেখা পোস্ট শেয়ার । অপরাধীর শাস্তি এবং আজীবন জেল হওয়া উচিত এবং নিহতের পরিবারকে বিচারের দেওয়া উচিত।’ এর পাশাপাশি আর জি কর কাণ্ডে কেস ডায়েরি জমা পরলো কলকাতা হাইকোর্টে। ঘটনার দিন কলকাতা পুলিশ যে তদন্ত করেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আদালতে জানালেন রাজ্যের আইনজীবী।
মৃতের পরিবারের তরফ থেকে তিন ঘন্টা অপেক্ষা করানোর কথা অস্বীকার করেছে রাজ্য।এবার প্রতিটি জেলার পাশাপাশি দেখা গেলো বক্রেশ্বর শিবাজী ক্লাবের গেট থেকে বক্রেশ্বর শিবের মন্দির অব্দি, এক মৌন মিছিলের আয়োজন করা হয়েছিল শিবাজী ক্লাবের পক্ষ থেকে। সেখানে পুরুষ মহিলা নির্বিশেষে হাতে মোমবাতি নিয়ে এক নিরবতা পালনের মধ্যে দিয়েই তারা মিছিলটি করেন। তাদের একটাই দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায় বিচার ।