এড়ানো গেল না কিছুই! গণনার আগের রাতেই বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড়, ঝলসে গেলেন পাঁচ জন

 ভোট গণনার আগের রাতে বিস্ফোরণ ভাঙড়ে। ভাঙড় দু’নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর এলাকায় বিস্ফোরণ হয়। গুরুতর আহত ৫। তাঁদের মধ্যে একজন আইএসএফের পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানাচ্ছে, পানাপুকুর এলাকায় বোমা বানানোর সময়ে বোমা তৈরির সামগ্রীতে বিস্ফোরণ ঘটে।আহতদের উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাঁচ জনকেই কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।ঘটনাস্থলে পড়ে রয়েছে বেশ কিছু বোমা সহ বোমা তৈরি সরঞ্জাম। কীভাবে বিস্ফোরণ, তা তদন্ত সাপেক্ষ। সূত্র খুঁজতে ঘটনাস্থলে গিয়েছে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও উত্তর কাশীপুর থানা পুলিশ।নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। শেষ দফা নির্বাচনে ভাঙড় জানান দিয়েছে, ভাঙড় রয়েছে ভাঙড়।

দিনভর তৃণমূল-আইএসএফ সংঘর্ষে তপ্ত ছিল পরিস্থিতি। বোমা মারার অভিযোগ ওঠে। শিশু-সহ ১০-১২ জন পঞ্চায়েত সদস্য আহতও হন। পরিস্থিতি সামলাতে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে হিমশিম খেতে হয়েছে। বরাবরই ভাঙড় প্রশাসনের কাছে স্পর্শকাতর এলাকা। ইতিমধ্যেই এরকম ২০টি জায়গাকে শনাক্ত করা হয়েছে। বেছে বেছে সে সব এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। গণনার আগে থেকেও বিশেষ নজরদারি রয়েছে প্রশাসনের। গত পঞ্চায়েত নির্বাচনে গণনার রাতেই সংঘর্ষে রক্তপাত হয় ভাঙড়ে।