সংকল্প দে মালদা :- ভাবা যায়! অন ডিউটি এক ডাক্তার বাবুকে, বিডিও দেখাচ্ছেন তার দাদাগিরিতবে না, এ কোন দাদাগিরির মঞ্চ নয়, বরং একেবারেই হাসপাতালের ভেতর ঢুকে / বিডিওর এই কান্ড দেখে এখন হতবাক সবাই….অভিযোগ, হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী আর এন রায় হাসপাতালের ঘটনা। হবিবপুরের বিডিওর বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসকের।
অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ। কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল মালদার হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হবিবপুর ব্লকের I বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। ঘটনায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দীপাঞ্জন মন্ডলের অভিযোগ, বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিট নাগাদ হবিবপুরের বিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন।
বিষয়টি জানতে পেরেই তিনি কোনরকম বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন। এবং রোগীকে ভেতরে নিয়ে আসার কথা বলেন। আর এই কথা বলতে না বলতেই বিডিও সাহেব তার কলার ধরে তাকে চড়-থাপ্পড়, কিল মারেন। পরবর্তীতে ফের চড়াও হয়ে ধাক্কাও মারেন। সেই ধাক্কায় তিনি আঙুলে চোট পান।যদিও পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এই বিষয়ে বিডিও-রঅংশুমান দত্ত। বিডিও হবিবপুর ব্লকের বিডিও ক্যামেরার সামনে আসতেই সাংবাদিকদের তেরে আসলেন তিনি । আমি কিছু বলবো না।জানালেন তিনি।