একদিকে ছেলে অন্যদিকে স্ত্রী কে হারিয়ে, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের এ কেমন দুঃসময়?

মলয় দে নদীয়া :- কথায় আছেনা বিপদ যে কখনো বলে কয়ে আসে না/ আর ঠিক তেমন করেই যেন রাজ্যের নামকরা এই মন্ত্রীর পরিবার আজ হয়ে গেল শূন্য…একদিকে ছেলের শোক আর অন্যদিকে স্ত্রীর শোকে, আবারো কোন দুঃসময়ের মধ্যে পড়তে হলো মাননীয় মন্ত্রী মশাই কে? দেখুন…

নদীয়ার কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত বিজ্ঞান ও জৈব প্রযুক্তি দপ্তরের রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী মীনাক্ষী বিশ্বাস মৃত্যু কালীন বয়স ৫৯ বছর কলকাতার এন আর এস হাসপাতালে আনুমানিক পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ মৃত্যু হয়।

দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ ছিলেন সূত্রের খবর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর কলকাতা থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে নিয়ে আসা হয় মৃতদেহ প্রথমে বাড়ির সামনে রেখে মাল্যদান এবং তারপর ইন্ডিয়ান গ্যাস ডিলাক্স অফিসের সামনে দাঁড় করানো হয় এরপর গ্যাস গোডাউনের সামনেও দাঁড় করানো হয় মৃতদেহ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী মীনাক্ষী বিশ্বাস তিনি ইন্ডিয়ান গ্যাস চুন্নি অফিসের ডিলারের মেন দায়িত্বে ছিলেন গোটা ঘটনায় এলাকায় শোকের নেমে এসেছে।

মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বিগত বেশ কিছু বছর আগে তার ছেলে সায়ন বিশ্বাসকে হারিয়েছেন এবার হারালেন তার স্ত্রী মীনাক্ষী বিশ্বাসকে গোটা ঘটনায় ভেঙে পড়েছেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সূত্রে খবর তৃণমূলের উচ্চ স্তর নেতৃত্ব পাশে দাঁড়িয়েছেন।