একই লাইনে দুটি ট্রেনের মুখোমুখিতে, এ কেমন ভয়াবহ ঘটনা, শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের? দেখুন, এই মুহূর্তে Exclusive

সংকল্প দে চটের হাট :- এই মুহূর্তের সব থেকে বড় খবর শুধুমাত্র kb নিউজ বাংলার ক্যামেরায়….সিগন্যাল ব্যবস্থা থাকলেও কিভাবে দুটি ট্রেন একি লাইনের মুখোমুখি হল?যেন আস্ত একটা দিন, আজ কিভাবে পরিণত হলো অভিশপ্ত দিনে?তবে এই মুহূর্তের পাওয়া খবরে যেটি জানা গিয়েছে, হু হু করে বাড়ছে আহতের সংখ্যা, কিন্তু মাঝ দুপুরে কিভাবে ঘটলো এই বিপত্তি? জানুন বিস্তারিত….বড়সড় দুর্ঘটনার কবলে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷

এনজেপি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারল একটি মালগাড়ি৷ যার জেরে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষ দিকের দুটি কামরা৷ যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি৷ আদৌ কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷ তবে দুর্ঘটনা অভিঘাতে যেভাবে দুটি কামরা উল্টে গিয়েছে, তাতে হতাহতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

তবে আহত হয়েছেন বহু যাত্রী৷প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদহের দিকে আসার সময় এনজেপি স্টেশনের প্রায় তিরিশ কিলোমিটার আগে রাঙাপানি স্টেশনের পেরনোর পর সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল৷ সাকল পৌনে ৯টা নাগাদ পিছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে৷ জানা গিয়েছে, রাঙাপানি স্টেশন পেরিয়ে নীচবাড়ি এবং চটেরহাটের মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে৷

মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দিকের দুটি কামরা ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পড়ে৷ দুমড়ে মুচড়ে যায় দুটি কামরাই৷ ফলে কামরার ভিতরে কোনও যাত্রী আটকে আছেন কি না, তা স্পষ্ট নয়৷কিন্তু কিভাবে ঘটলো এমন ঘটনা? এখন প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে