অঞ্জন শুকুল নদিয়া :- দেখুন তো একবার ভালো করে বিবেচনা করে / স্থানে আপনার মামার বাড়ি রয়েছে কিনা?তাহলে এবার সাবধান!কারণ, এই স্থানে মামার বাড়ি হলেই তাদেরকে এবার ভারত ছাড়ার নিদান দিয়ে কারা পথে নামল? দেখুন…শিবনিবাস কিষাণ মান্ডি থেকে শুরু হয় এই মিছিল শেষ হয় মাজদিয়া ভাজনঘাট মোড়ে । হিন্দু ধর্মের মানুষদের বাঁচানোর জন্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোগতারা ।
বাংলাদেশে আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয় বাংলাদেশ । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হন দেশ ছাড়তে । পরবর্তীতে দেখা যায় ছাত্র আন্দোলন ও তার পরিবর্তে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর নির্মম নির্যাতন নেমে আসে । যেটা কোনভাবেই হওয়া উচিত নয় । এই ঘটনার প্রতিবাদে হিন্দু বাচাও কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল । এই মিছিল কে সাধুবাদ জানাতে রাস্তার দুপাশে বহু মানুষ ভিড় জমান এবং স্বাগত জানাই। ।