ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে দিল্লির পথে অভিষেক, বললেন, জনতাই কিং মেকার

ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে ফের মোদী-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বকে তীব্র আক্রমণও করেন তিনি।অভিষেকের কথায়, “এবারের ভোটে দেশের মানুষ বিজেপির দর্পচূর্ণ করে দিয়েছে। জনতাই কিং মেকার। আগামীদিনে জনতাই ঠিক করবে দেশ কোন পথে চলবে।”মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, বিজেপি আর একক সংখ্যাগরিষ্ঠভাবে সরকার চালাতে পারবে না। শরিকদলগুলির ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে।এরপরই নতুন উদ্যমে ময়দানে নেমে পড়েছেন ইন্ডিয়ার নেতারা। মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন, বিরোধীরা শক্তিশালী হওয়ায় এবার সংসদে যা খুশি তাই করতে পারবে না মোদী সরকার।কাকতালীয়ভাবে শাসক এনডিএ এবং বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা নিজেদের নিজেদের কৌশল ঠিক করতে বুধবার বিকালে দিল্লিতে বৈঠকে বসেছেন।

ইন্ডিয়ার ওই বৈঠকে যোগ দিতেই এদিন দুপুরে বিমান বন্দরে আসেন অভিষেক।বিজেপি নেতাদের কটাক্ষ করে অভিষেক বলেন, “বিজেপি নেতারা ভবিষ্যৎবাণী করতে থাকুন। ২১ এর ভোটে ২০০ পারের কথা বলেছিলেন। বাংলার মানুষ তৃণমূলকে সেটা করে দিয়েছিল। এবারে লোকসভায় বাংলা থেকে ৩০টি আসনের ঘোষণা করেছিল। তৃণমূলকে ২২ থেকে ২৯ এ পৌঁছে দিয়েছে মানুষ। ওরা তৃণমূলকে যত গালাগালি করবে, যত অত্যাচার নামিয়ে আসবে মানুষ ততই তৃণমূলকে শক্তিশালী করবে।”ইন্ডিয়ার বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে অভিষেক বলেন, “নেত্রীর নির্দেশে বৈঠকে যাচ্ছি। সকলের সঙ্গে দেখা হবে, আলোচনা হবে। দেশকে বাঁচাতে ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করতে হবে।”কংগ্রেসের পাশাপাশি ইন্ডিয়ার অন্যান্য দলের নেতাদের সঙ্গেও যে তিনি প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন, মঙ্গলবার ফল প্রকাশের পর সাংবাদিক বৈঠক থেকে সেকথাও জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইঙ্গিতে নেত্রী এও বুঝিয়েছিলেন, জোটের অন্দরে কংগ্রেস দাদাগিরি করতে চাইলে বরদাস্ত করা হবে না।