অতি চালাকি দেখাতে গিয়ে, চোর বাবা জীবনের এ কি হাল নদীয়ার বুকে? দেখুন, সেই অভিনব চুরির পন্থা…..

মলয় দে নদীয়া :- প্রবাদ বাক্যে আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু….তবে, এক্ষেত্রে মৃত্যু না হলেও, টাকে কিভাবে যেতে হল শ্রীঘরে?তবে কি অতি চালাকি দেখাতে গিয়েই, এমন অভিনব পন্থার চুরি করার পরিকল্পনার ভেস্তে গেল নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ?দেখুন নদীয়ার বুকে সেই ভয়াবহ চুরির ঘটনা……নদীয়ার শান্তিপুর কাশ্যপাড়া মোড় এলাকায় একটি বিল্ডার্সের দোকান থেকে দুটি প্লাই সহ বেশ কিছু মালপত্র নেন ওই ব্যক্তি। তিনি দোকানদারকে জানান। বাড়ি গিয়ে মালটা নামিয়ে টাকাটা দিয়ে দেবো।সেই মতন অন্য কাস্টমারা যেমন বাড়ি গিয়ে টাকা দিয়ে দেয়, তাই দোকান মালিক মালপত্র ওই বেক্তিকে দিয়ে দেন।পরবর্তীতে একটি টলিতে মাল তুলে নিয়ে চলে যায় ওই ব্যাক্তি ।

তারপর ওই ব্যক্তি শান্তিপুর স্টেশন এর আগেই ব্যাগ ভর্তি মাল নিয়ে টলি থেকে নেমে যায়, এবং টালি চালক কে বলেন আপনি দাঁড়ান আমি আসছি। তবে এই ব্যক্তি তিন বছর আগে একই কায়দায় বেশ কিছু টাকার মাল নিয়ে চলে যায়। দোকানদার আগেই কিছুটা চিনতে পারায় আজ তার পিছু নেয় । শান্তিপুর স্টেশনে যেতেই পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে তাকে ধরে ফেলেন দোকান মালিক এবং দোকানের সামনে এনে লাইট পোস্টে বেঁধে শান্তিপুর থানায় খবর দেন। তরি ঘরি শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। এই ব্যক্তির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ এমনটাই পুলিশ সূত্রে খবর।তবে, পুলিশ সূত্রে খবর আটক হওয়া ওই ব্যক্তির নাম সদানন্দ শর্মা, তার বাড়ি নৈহাটি এলাকায়।